ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরো ৬০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
শনিবার থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে বন্যাকবলিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : বিবিসি