সিমট্যাক্স প্রত্যাহারসহ ৬ দফা দাবি রেখেছে মোবাইল অপারেটরা

সিমট্যাক্স প্রত্যাহারসহ ৬ দফা দাবি রেখেছে মোবাইল ফোন অপারেটরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সঙ্গে বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এসব দাবি দেয় মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব।

এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবঃ) বলেন, সরকার প্রতি বছর মোবাইল খাতের উপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেয়। এই পরিস্থিতির অবসান প্রয়োজন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ বজায় থাকুক সেই প্রতিশ্রুতি সরকারের কাছে চাওয়া।

‘মনে রাখা দরকার করোনাকালে এই মোবাইল খাতই দেশের অর্থনীতির চাকাকে বেগবান রেখেছে। আর প্রতি বছর আনুমানিক ৭% হারে জিডিপিতে অবদান তো রাখছেই।’ বলছিলেন তিনি ।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে :

১. ন্যুনতম ২ শতাংশ হারে টার্নওভার ট্যাক্স প্রত্যাহার বা যৌক্তিক করা।
২. অ-তালিকাভুক্ত ও তালিকাভূক্ত অপারেটরের করপোরেট ট্যাক্স ৩২ দশমিক ৫ শতাংশ এবং ২৫ শতাংশ করা।
৩. সকল ইনট্যাঞ্জিবল সম্পদের উপর এমোটাইজেশন সুবিধা প্রদান করা।
৪. মোবাইল সিমের উপরে যে ২০০ টাকা কর আছে তা বিলুপ্ত করা।
৫. প্রতি ১০০ টাকা টক টাইমের উপর ও ইন্টারনেট ব্যবহারের উপর যে ৩৩ দশমিক ২৫ শতাংশ এবং ২১ দশমিক ৭৫ শতাংশ ভ্যাট, এসডি ও সারচার্জ আছে তা কমিয়ে যৌক্তিক করা।
৬. সরকারি সংস্থাসমুহের জন্য ভ্যাটছাড় সংক্রান্ত সুস্পস্ট নির্দেশনা বা গাইডলাইন প্রদান করা এবং অপরিশোধিত ভ্যাটের উপর আরোপিত সুদ যৌক্তিক করা ।