পতেঙ্গা মাতব্বর ঘাটে মৃত্যু ঝুঁকি নিয়ে নৌ-যাত্রী পারাপার!

“সিটি মেয়রের আশু-দৃষ্টি আকর্ষন”

নগরীর ৪১নং ওয়ার্ডস্থ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থায় নৌ-যাত্রী পারাপারের অভিযোগ পাওয়া গেছে। ইজরাদার আব্দুর শুক্কুর সওদাগর অভিযোগ করে জানান,বিগত৬/৭মাসে আগে রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের বেশ কিছু অংশ ভেঙ্গে নিয়ে নদীর দিকে বিলিন করে দেন।

এই ভয়াবহ বিপদ জেনেও যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার আংশিক এলাকায় নিয়মিত শহরের পথে যাতায়াত করেন।
এই বিষয়ে ইজরাদার কর্তৃপক্ষ(চসিক)ও বন্দর নৌ-অঞ্চল কে বার বার জানালেও আজো কোন প্রতিকার পান নি বলে নিয়মিত জুলদার বাসিন্দা সৈয়দ আহম্মদ জানিয়েছেন্।তিনি আরো অভিযোগ করেন যে,ঘাটে ২/৪টি নৌকা/বোর্ট থাকার কথা থাকলেও কর্তৃপক্ষ বা ইজরাদার পাওয়া ব্যক্তি তা দিতে দীর্ঘ বৎসর পর্যন্ত ব্যর্থ হয়েছে।আর প্রতিবার ১টি নৌকা দিয়ে দুই পারের যাত্রী পারাপার করছে মাঝিরা। যা অত্যন্ত কষ্ট দায়ক ও হৃদয় বিদায় কঘটনা।

এ অবস্থায় মৃত্যু ঝুঁকিনি্য়েই পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট ধরে প্রতিনিয়তই জীবণ বাজি রেখে কেয়া পার হচ্ছেনআনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার শতশত বাসিন্দা।
তাই পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থার আশু উন্নয়ন ওজরুরী মেরামতের জন্য চসিক মেয়র সাহেবের সু-দৃষ্টি কামনা করেছেন ইজরাদার আব্দুর শুক্কুর সওদাগর।