স্পট রিকশার লাইসেন্স দিচ্ছে চসিক

স্পট রিকশার লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার সকালে নগর ভবন চত্বরে এই লাইসেন্স প্রদানের কর্মসূচি শুরু হয়। তাৎক্ষনিক রিকশার লাইসেন্স প্রদানকালে বক্তরা বলেন এতে করে নগরীর সকল অবৈধ রিকশা চিহ্নিত করা সহজ হবে। যা পরবর্তীতে উচ্ছেদ করা হবে। যানজটমুক্ত সুন্দর পরিচ্ছন্ন নগর গড়তে অবৈধ রিকশা ও যানবাহন চিহ্নিত ও উচ্ছেদ করা জরুরী। কারণ এ ধরনের যানবাহনের ফলে মানুষের কর্মঘন্টা নষ্ট হয় এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়। লাইসেন্স প্রদানকালে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, প্রধান পরিদর্শক জয়নাল আবেদীন ও চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া উপস্থিত ছিলেন। আজ নগরভবন চত্বরে ২৬১ টি রিকশাকে স্পট লাইসেন্স প্রদান করা হয়। তন্মোধ্যে দেওয়ান বাজার ওয়ার্ডে ৮৫ টি, এনায়েত বাজার ওয়ার্ডে ৮৭ টি ও আন্দরকিল্লা ওয়ার্ডে ৮৯ টি রিকশা লাইসেন্স প্রদান করা হয়। নগদ ১শত টাকার বিনিময়ে তৎক্ষণিক রিকশার মালিককে রিকশার লাইসেন্স ও প্লেইট প্রদান করে ২৬ হাজার ১ শত টাকা আদায় করা হয়। আগামীকালও এ স্পট রিকশার লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে।