চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ২

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি লেংটা ফকির মাজার এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন-পশ্চিম মাদারবাড়ি এলাকার মৃত আবুল হাসেমের ছেলে আবদুল মোতালেব ও মীরসরাই থানার সৈয়দ আলী গ্রামের মো. খুজ্জাতুল ইসলামের ছেলে মো. বেলায়েত হোসেন। তাদের কাছ থেকে ২৫৬ পোর্ট বিশিষ্ট একটি চ্যানেল বক্স, তিনটি রাউটার, দুইটি ল্যাপটপ, একটি আইপিএস ও ৭০৫টি টেলিটক সিম উদ্ধার করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বিটিআরসি ও আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ভিওআইপি ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় টেলিযোগাযোগ আইনে মামলা দায়ের করা হয়েছে।’