চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ভিপি ও মহানগর প্রজম্ম লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান (২৮) দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে তিনটায় নগরীর খুলশী থানাধীন ফয়েস লেক গেইটে এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় নোমানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
তিনি নগরীর খুলশি থানাস্থ ফয়েস লেকের লেকভিউ আবাসিকস্থ আলাউদ্দীন বিল্ডিং এর বাসিন্দা আনোয়ার হোসেন ছেলে।
নোমানের সহপাঠি ও মহানগর ছাত্রলীগ নেতা মো তামিনুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন যুবক এসে নোমানকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুুলিশ ফাঁড়ি নায়েক হামিদ। তিনি বলেন, ফয়েসলেক স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিপি আব্দুল আল নোমান নামে যুবক আহত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।