চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাদক মামলার এক আসামি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার (১১ মার্চ) দুপুর ১ টার দিকে চমেক হাসপাতাল ১২ নাম্বার ওয়ার্ডে আসামির মৃত্যু হয় বলে জানান, জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার।
মোহাম্মদ ইলিয়াস (৪৮) নগরীর চান্দগাঁও থানার বারাইপাড়ার নুরুচ্ছফার ছেলে। চট্টগ্রাম জেলের হাজতি নাম্বার তিন হাজার এক।
জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, বুকে ব্যথা অনুভবের পর ইলিয়াসকে দুপুর ১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ১২ নাম্বার ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইলিয়াস নগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ৮ মাস যাবত কারাগারে ছিলেন।