বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

মোঃ রিয়াদুল ইসলাম(বাঁশখালী প্রতিনিধি): বাঁশখালীতে সম্প্রতি ঘটে যাওয়া বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদান দেন বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

আজ (৮ ফ্রেব্রুয়ারী) সোমবার সকাল ১১টায় বাঁশখালী ইকোপার্কের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের হাতে চেক তুলে দেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে, জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ,বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টাচার্য, বন্যপ্রাণী সংরণ ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বেগম প্রমূখ।

এ সময় বন্যহাতির আক্রমণে নিহত পুইছড়ি ইউনিয়নের জহুর লাল দেব’র পরিবারকে ১ লাখ টাকার চেক সহ সরল ইউনিয়নের আহত মোহাম্মদ শাহ্ আলম চৌধুরীর পরিবারকে ৫০ হাজার টাকার চেক, ক্ষতিগ্রস্থ পুকুরিয়া ইউনিয়নের এয়াকুব আলীকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।