তা’লিমুল কোরআন মসজিদ পরিদর্শন কালে সিটি মেয়র
মসজিদের সার্বিক উন্নয়নে সমাজ ও দেশের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে ইহকাল ও পরকালের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে
চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন মুসলমানদের এবাদতের পবিত্রতম স্থান মসজিদ। আর এ মসজিদ নির্মাণে সকলের সহযোগিতায় ও আন্তরিকতায় আল্লাহর রহমতে মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। মসজিদের সার্বিক উন্নয়নে সমাজ ও দেশের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে ইহকাল ও পরকালের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে। বাদ মাগরিব নগরীর খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সেগুনবাগান তা’লিমুল কোরআন জামে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শনকালে এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর এবং মসজিদ পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ হোসেন হীরন, ১১নং কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হায়দার হোসেন বাদল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান হীরা, তা’লিমুল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান ও আন্তর্জাতিক হাফেজ কোরআন সংস্থা বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, ডাঃ রেজাউল করিম, মাওলানা আজহার উদ্দিন, হাফেজ এনাম, আজিজুল হক, ক্বারী ফজলুল করিম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন আল হোসাইনী, মাওলানা গোলাম কাদের প্রমুখ।