রাউজানে বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে টমটম

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, মরহম শফিকুল ইসলাম চৌধুরী সড়ক, শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, অদুদিয়া সড়ক, হলদিয়া ভিলেজ রোড, মোহাম্মদ জমা সড়ক, কচুখাইন সড়ক সহ বিভিন্ন সড়কে প্রতিনিয়ত অবাধে চলাচল করছে টমটম । লোহা, সিমেন্ট, কাঠ, ইট ভর্তি করে টমটম সড়কে চলাচল করলে ও তা কেউ দেখছেনা । মালামাল ভর্তি টমটম গড়ির চালক ও টমটমের কোন বৈধ লাইসেন্স ও কাগজ পত্র নেই। সংলিষ্ট বিভাগকে মাসোহারা দিয়ে অবাধে টমটম চলাচল করছে । টমটম চলাচল করার সময়ে গত কয়েক মাসে সড়কে কয়েকটি দুর্ঘটনা সংগঠিত হয় । দুজন ডেকোরেটার্স কর্মচারী রাউজানের বাইন্যা পুকুর পাড় এলাকায় নিহত হয় । গত ৪ মার্চ রাউজান উপজেলা সদরের দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক দিয়ে আসার পথে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের প্রাইভেট কারে কাঠ বর্তি একটি টমটম ধাক্কা দেয় । এতে প্রাবেিবট কারটির একাংশ ক্ষতিগ্রস্থ হয় । রাউজানের বিভিন্ন সড়কে প্রতিদিন শত শত টমটম মালামাল ভর্তি করে চলাচল করে আসছে । এ ব্যাপারে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহ ও রাউজান হাইওয়ে থানার ওসি জহির উদ্দিন বলেন প্রতিনিনিয়ত সড়কে চলাচল কারী টমটমকে আটক করে তাদের বিরুদ্বে মামলঅ রুজু করা হয় । সড়কে চলাচলরত টমটম, নম্বর বিহীন মোটর সাইকেল, পিটনেস বিহীন যানবাহনের বিরুদ্বে পুলিমেল অভিযান চলমান রয়েছে ।