পাকিস্তানের পক্ষে যুদ্ধের প্রত্যয় পাঞ্জাবের শিখদের

ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির শিখরা। পাঞ্জাবের পাকিস্তান অংশে থাকা শিখরা বৃহ¯পতিবার হাসানাবদাল গুরুদোয়ারা সাহিব থেকে মিছিল নিয়ে বের হয়। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। এ খবর দিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।
গুরুদোয়ারা সাহিব থেকে শিখ নেতারা বলেন, পাকিস্তানের পক্ষে সামরিক পোষাক ছারাই প্রত্যেক শিখ যুদ্ধ করতে প্রস্তুত। শিখ সম্প্রদায় পাকিস্তানের সঙ্গে আছে বলেও ঘোষণা করেন তারা। এসময় সমাবেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেয়া হয়। একইসঙ্গে ভারতবিরোধী প্ল্যাকার্ডও দেখা যায় সেখানে। শিখ নেতারা বলেন, তারা ভারতীয় সীমান্ত থেকে কাছে বসবাস করেন।

যদি ভারতের আক্রমনে তাদের উপাসনালয়ের কোনো ক্ষতি হয় তবে তারা সশস্ত্র বাহিনীর সঙ্গে এক হয়ে লড়াই করবে।