চট্টগ্রাম বন্দর কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০১৯ আজ ২৭ ফেব্রুয়ারি বুধবার শুরু হয়েছে। এটি আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ৪.০০ টায় চট্টগ্রাম বন্দর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও রোভার স্কাউট লিডার আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার প্রফেসর মোজাহিদ হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার ট্রেইনার জনার মো. রুহুল আমিন খান, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা রোভারের সহকারি কমিশনার প্রফেসর মো. জসিম উদ্দিন খান, চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল এস এম আফজর রহমান, সরকারি সিটি কলেজ রোভার স্কাউট লিডার মো. ইকবাল হোসেন, চট্টগ্রাম জেলা রোভারের সহকারি কমিশনার আবদুল হান্নান শিকদার, হাটহাজারী সরকারি কলেজের রোভার স্কাউট লিডার জনাব মুহাম্মদ সাইফুদ্দীন প্রমুখ। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর প্রাক্তন সিনিয়র রোভার মেট মুহাম্মদ আবদুল মোমিন আকাশ।
সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী বলেন, রোভারিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় নেতৃত্বের গুণাবলী। এর মাধ্যমে তারা যোগ্য, দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে উঠে। তিনি রোভারদের এ তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান মনোযোগ ও কর্মদক্ষতার মাধ্যমে শেষ করার আহ্বান জানান।
প্রধান স্কাউট ব্যাক্তিত্ব প্রফেসর মোজহেদ হোসাইন বলেন তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান রোভারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এর মধ্য দিয়ে তারা বিশ্ব স্কাউট আন্দোলনে শামিল হয়। তিনি রোভারদের অংশগ্রহণে একটি ফলপ্রসু তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান প্রত্যাশা করেন।