আলহাজ্ব কামাল উদ্দিন আর নেই

মির্জা ইমতিয়াজ শাওন এর বড় জেঠা আলহাজ্ব কামাল উদ্দিন আর নেই।

দৈনিক প্রিয় চট্টগ্রাম এবং নিউজ চটটগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওনেরর বড় জেঠা আলহাজ্ব কামাল উদ্দিন আর নেই (ইন্না নিল্লাহী … রাজেউন)। তিনি আজ (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় নিজ ছোট ছেলের বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘযাবৎ নানাবিধ অসুস্থতায় ভোগ ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন পুত্র, ৫ কন্যা ও ভাই-বোনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সুহৃদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন- সহসভাপতি জাহেদ কায়সার, সাধারণ সম্পাদক শাদ ইরশাদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শুভ্র অন্তু, সংগঠক রহমান মিজান, সংগঠক নুরুল ইসলাম সবুজ, সংগঠক আলী রশিদ।

চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি, কাজী আবুল মনসুর।

দৈনিক প্রিয় চট্টগ্রামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন- মোহাম্মদ আলী, শফিউল আজম।

নিউজচট্টগ্রামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন- মিজান মনির