হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক পৃথকভাবে আয়োজিত হালদা নদীর অনন্য বৈশিষ্ট্য রক্ষা, কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্রের প্রতিবেশ ব্যবস্থা সুরক্ষা, সর্বোপরি পানি প্রবাহ অক্ষুণ্ণ রাখা ও নদীর পরিবেশ সংরক্ষণকল্পে গঠিত দুটি কমিটির সভা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আজ ২৫ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।