পটিয়ায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শফিকুল গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা জানাতে পারেনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপি নেতা ও হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তবে সেসব মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে রয়েছেন। তারপরও পুলিশ রহস্যজনক কারণে শফিকুলকে গ্রেফতার করেছে।

তবে পটিয়া থানার ওসি শেখ মো: নেয়ামত উল্লাহ জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। মামলায় চেয়ারম্যান দীর্ঘদিন পলাতক থাকলেও শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পশ্চিম পটিয়া উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা আ’লীগ নেতা ফৌজুল কবির কুমার বলেন, হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যার কারণে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।