ডাক্তার নেই, নার্স নেই, নেই অনুমোদন তবুও সেটা হাসপাতাল

আনেয়ারা প্রতিনিধি::

নেই কোনো ডাক্তার, নার্স, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিংবা টেকনিশিয়ান। নেই স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন। স্বাস্থ্যসেবা প্রদানের ন্যূনতম পরিবেশও নেই। এসব কারণে আনোয়ারার ‘জনসেবা’ ও ‘আইডিয়াল ক্লিনিক’ সিলগালা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বটতলীর জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও কালীবাড়ির আইডিয়াল ক্লিনিকে এমন চিত্রই দেখতে পান।

তিনি বাংলানিউজকে বলেন, খুবই খারাপ পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনেই দুইটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিলো। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটিকেই সিলগালা করে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন।