বাংলা হোক জাতিসংঘের দাপ্তরিক ভাষা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত এ মাতৃভাষা বাংলা জাতিসংঘের দাপ্তরিক ৬টি ভাষার সাথে ৭ম ভাষা হিসেবে যুক্ত হোক- এটি আমাদের দাবি ও প্রত্যাশা।

তিনি বলেন, বিশ্বে ৩০ কোটিরও বেশি মানুষের মাতৃভাষা বাংলা ভাষাভাষীর সংখ্যার দিক দিয়ে ৭ম। একুশে ফেব্রুয়ারি সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, মাতৃভাষা চর্চা ও এর প্রতি শ্রদ্ধা বজায় রাখতে বিজাতীয় কায়দায় বাংলা উচ্চারণ থেকে বিরত থাকা আমাদের সবার পবিত্র দায়িত্ব।