মুক্তিসংগ্রাম পাঠচক্র’র দেয়ালিকা ‘অমর একুশে’ উদ্বোধন

হাটহাজারী সংবাদদাতাঃ
হাটহাজারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিসংগ্রাম পাঠচক্র কর্তৃক প্রকাশিত দেয়ালিকা ‘অমর একুশে’ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।
২১শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় উপজেলা মিলায়তনে “মুক্তিসংগ্রাম পাঠচক্র” এর দেয়ালিকাটি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি মোঃ বেলাল উদ্দীন জাহাঙ্গীর,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মোঃ নুরুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ,চবির ইসলামী ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ মোর্শেদুল আলম, চবির সহকারী প্রক্টর এস এম মুর্শিদ-উল আলম, চবির সহকারী রেজিষ্ট্রার মোঃ সাইফুল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ব্যবসায়ী মোঃ আলী সরওয়ার মনজু,রায়হান, আবু হানিফ,সাংবাদিক আসাদুজ্জামান শাকিল,আনিসুল ইসলাম,কায়সার হামিদসহ অনেকেই।
উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মা আরিফুল কুরাআন ওয়াস সুন্নাত মাদরাসার পরিচালক হাফেজ,কারী ও সাংবাদিক মাহমুদ আল আজাদ

ইউ এন ও রুহুল আমিন উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা এ দেয়ালিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মুক্তিসংগ্রাম পাঠচক্রের সমন্বয়ক সাংবাদিক মো: মহিন উদ্দিন বলেন, কবিতা,গল্প,মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের কে যারা লেখা পাঠিয়ে কৃতজ্ঞ করেছেন তাদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শুভ কামনা জ্ঞাপন করছি।

চবির সহকারী প্রক্টর এসএম মুর্শিদ উল আলম বলেন এমন সৃজনশীল উদ্যোগ একুশের চেতনাকে ধারণ, লালন ও প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার সার্বিক প্রচেষ্টাকে আরো বেগবান করবে।