সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমনি রয়েছে সম্মান

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে – বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার নবম দিনের ৫ টা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় টিসিজেএ কার্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় এর সাবেক এজিএস, লালখান বাজার ওয়ার্ড এর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো: বেলাল ।নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে, টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিটু, অর্থ সম্পাদক মোঃ আলমগীর,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন,নির্বাহী সদস্য সাইমুন আল মুরাদ। এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ। সদস্য নাছিরুল আলম, রবিউল হোসেন টিপু,হাসান উল্ল্যা,জেরম গোমেজ রনি, শাহরিয়ার নাজিম,আরশাদ আলী, সেলিম উল্ল্যাহ,সাখাওয়াত হোসেন টিপু,পারভেজুর রহমাব,নুর জামান আতিক,নাজিম উদ্দিন,হারুন উর রশিদ,মো: মুনছুর,তারা চরন দাস,ইমু খান । প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ।এ পেশার প্রতি দুর্বলতা রয়েছে অধিকাংশ সচেতন মানুষের ।ক্যামেরার পেছনে যারা কাজ করেন তারা মাঠে ময়দানে ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস পরিস্হিতিতে সাংবাদিকরা ঝুকি নিয়ে দায়িত্ব পালন করেছে । একজন সৎ নির্ভিক ও নিরপেক্ষ সাংবাদিক সমাজের কাজে যেমন সমাদৃত তেমনি দুনীতিবাজ,সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও সমাজ বিরোধীদের কাছে আতংক।শত ব্যস্হতার মাঝেও মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করায় ধন্যবাদ জানান প্রধান অতিথি । খেলায় বিজয়ীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন প্রধান অতিথি । মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতায় ক্যারম,দাবা ,লুডু সহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ গ্রহন করেন।