মুখে মাক্স না পড়ায় জরিমানা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ব্যবসা প্রতিষ্টানের মালিক ক্রেতা সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মুখে মাক্স না দিয়ে চলাচল করায় ভ্রাম্যমান আদালত ব্যবসা প্রতিষ্টান ও যানবাহনের চালক থেকে ২৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে।
৯ নভেম্বর সোমবার সকালে রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান চালায় । অভিযান চলাকালে রাউজান ফকির হাট বাজারের সব্জির দোকানে মাক্স ছাড়া সব্জি বিক্রয় করার অপরাধে বাদলের কাছ থেকে ৫শত টাকা, স্বর্নের দোকানের মালিক সৈকত দে মুখে মাক্স না দিয়ে দোকানে বসে ব্যবসা করার অপরাধে ৫ হাজার টাকা, ব্যবসায়ী ফরিদ মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা, বাস ট্রাক চালক আবু সৈয়দের কাছ থেকে মুখে মাক্স ও ট্রাকে অতিরিক্ত ইট বোঝাই করে ইট পরিবহনের অপরাধে ৫ হাজার টাকা, রাউজানের মুন্সির ঘাটায় কৈবল্য ফার্মেসীর মালিক সুদিপ্ত মেয়াদ উত্তির্ন ঔষধ চ্যাম্পেল ঔষধ বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা সহ মোট ২৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে। অভিযান চলাকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সাথে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ ।