উপজেলা পরিষদ এসোসিয়েশন-চট্টগ্রাম জেলা কমিটি গঠিত

তৌহিদ সভাপতি, তৈয়ব সম্পাদক ও গালিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

উপজেলা পরিষদ এসোসিয়েশন-চট্টগ্রাম জেলার উদ্যোগে ৭ নভেম্বর নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে সংগঠনের মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশন চট্টগ্রাম জেলার বিদায়ী সভাপতি ও চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহছানুল হায়দর চৌধুরী (বাবুল)। মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ এসোসিয়েশন, চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটিতে আনোয়ারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী সভাপতি, ফটিকছড়ি উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চৌধুরী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ. মোতালেব, মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো: সোলাইমান ফারুকী, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আকতার কাজমী, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, সারা বাংলাদেশে স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যানবৃন্দ। আমলাতান্ত্রিক জটিলতায় স্থানীয় উন্নয়ন অনেক ক্ষেত্রেই বিঘিœত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যানদের সামষ্টিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরী। সভায় আব্দুল জব্বার চৌধুরী বলেন, চট্টগ্রামের স্থানীয় উন্নয়ন জোরদার করতে উপজেলা চেয়ারম্যানদের আরো সংগঠিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমৃদ্ধ দেশ গঠনের অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে। উল্লেখ্য, ৫ বছর মেয়াদী গঠিত কমিটিতে নির্বাচিত ৩ সদস্যকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।