জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করা হয়েছে

৩০ নং পূর্ব মাদারবা‌ড়ি ওয়া‌র্ডে ক‌রোনা সুরক্ষ সামগ্রী বিতরণ ও মতবি‌নিময় সভায় ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সভাপ‌তি ও চ‌সিক নির্বাচ‌নে বিএন‌পি ম‌নোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হো‌সেন ব‌লে‌ছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটা‌ধিকার রক্ষার লড়াই‌য়ে নেতাকর্মী‌দের ঐক্যবদ্ধ থাক‌তে হ‌বে। সরকার একে একে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। নির্বাচনের সরকার ভোট ডাকাতির নানা কৌশল অবলম্বন করছে । কিন্তু জনগণ এবার আর ছাড় দিবে না যত কৌশল অবলম্বন করা হোক না কেন গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মানুষের ভোটের ভোটা ভোটাধিকার পুনরুদ্ধারের বিএনপি রাজপথ ছেড়ে যাবে না। বিশ্বদরবারে বাংলাদেশ একটি দুর্নীতি-দুঃশাসনের রাষ্ট্রে পরিচিতি লাভ করেছে । ‌তি‌নি আজ বৃস্প‌তিবার (৫ ন‌ভেম্বর) সন্ধ্যায় নগরীর ৩০ নং পূর্ব মাদারবা‌ড়ি ওয়া‌র্ড বিএন‌পি আ‌য়ো‌জিত ক‌রোনা সুরক্ষ সামগ্রী বিতরণ ও মতবি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন। ডা.শাহাদাত হোসেন আরো বলেন, আইনের শাসন -বিচার বিভাগ -রাষ্ট্রযন্ত্র,এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। আইনের শাসন নয় এখন শোষণ হচ্ছে। শোষণ-নির্যাতনে দিশেহারা দেশের জনগণ। প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লেন, দেশের মানুষ আজ সীমাহীন ক‌ষ্টে দিনা‌তিপাত কর‌ছে। দে‌শে এখন এমন অবস্থা হয়েছে যে, পেঁয়াজ, আলু সহ নৃত্যপ্র‌য়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে দাম নিয়ে চিন্তা করতে হয়। সরকার টেলিভিশনে পদ্মাসেতুর স্প্যান দেখিয়ে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমার পেটে খিদের আগুন। ওনারা শুধু পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখান। মনে হয় আমরা ফ্লাইওভার খেয়ে বেঁচে থাকবো। আজ‌কে বি‌রোধী দ‌লের নেতাকর্মীরা কিছু বল‌লে, সাংবা‌দিক সমাজ কিছু লিখলে গুম ক‌রে ফেলা হয়। সরকার সব‌কিছু‌তে ভয় দে‌খি‌য়ে ক্ষমতায় টি‌কে থাক‌তে চাই‌ছে। চট্টগ্রাম মহানগর বিএন‌পির অ‌র্থনী‌তি বিষয়ক সম্পাদক ও পূর্ব মাদারবা‌ড়ি ওয়ার্ড বিএন‌পির আহবায়ক ম‌শিউল আলম স্বপন’র সভাপ‌তি‌ত্বে মত‌বি‌নিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগন বিএন‌পির সি‌নিঃ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আবদুল হা‌লিম শাহ আলম, ইয়া‌ছিন চৌধুরী লিটন, সাংগঠ‌নিক সম্পাদক মনজুর আলম মনজু, কামরুল ইসলাম, সদরঘাট থানা বিএন‌পির সভাপ‌তি ও প‌শ্চিম মাদারবা‌ড়ি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী সালাউদ্দিন, সদরঘাট থানা বিএন‌পির সিঃ সহ সভাপ‌তি মোঃ খোর‌শেদ আলম এর সঞ্চালনায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, , সাধারণ সম্পাদক ও পূর্ব মাদারবা‌ড়ি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী হা‌বিবুর রহমান, সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী আরজুন নাহার মান্না, বিএন‌পি নেতা আ‌জিজুল হক বাদল, আবদুস সালাম, কাউসার হো‌সেন বাবু, সালাউদ্দিন জুয়েল, ফারুক রহমান, যুবদল নেতা মোঃ রা‌সেদ প্রমূখ।