পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে: রামদেব

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার এখনই সময়। পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে। ভারতের ইয়োগা গুরু বাবা রামদেব এ কথা বলেছেন। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

রামদেব বলেছেন, পাকিস্তানের জঘন্য কার্যকলাপে ভারতের প্রায় ৫০ হাজার সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এখন আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। প্রতিদিন মার খাওয়ার চেয়ে বরং যুদ্ধে লড়াই করা দরকার। পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা আগামী ৫০ বছর উঠে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। তিন টুকরো করে দিতে হবে পাকিস্তানকে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।