রাউজানে সমাজসেবক এস এম শামসুল আলমের মৃত্যুবার্ষিকী পালিত

 

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃখাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের (তৎকালীন খাদ্য অধিদপ্তর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাবেক অ্যাকাউনটেন্ট, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মরহুম এস এম শামসুল আলমের ১২ তম মৃত্যুবার্ষিকী গত শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের বাড়ি মোকামী পাড়া টি এম হাউসে দোয়া ও মোনাজাত হয়। তিনি তৎকালীন সময়ের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সৈয়দ তফাজ্জল আহমদ মাস্টারের ভ্রাতুষ্পুত্র। জীবদ্ধশায় মরহুম এস এম শামসুল আলম দক্ষিণ রাউজান হালদা নদী ভাঙন প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সন্ধানী সমাজ সেবা পরিষদের মহাপরিচালক, নোয়াপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা, স্থানীয় গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণ, ধর্মীয় সংগঠনের দায়িত্ব পালন করে সমাজসেবা, শিক্ষার প্রচার প্রসার, মসজিদ মাদ্রাসা এবং স্বেচ্ছাসেবী সমাজসেবক হিসেবে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছিলেন। পাশাপাশি রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী ও সংগঠক ছিলেন। তরিক্বত জীবনে তিনি ছিলেন আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর একনিষ্ট মুরিদ। মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মইনুদ্দিন চিশতি। উপস্থিত ছিলেন মাওলানা কাজী রুহুল আমিন, হাফেজ মুহাম্মদ নাসিম, মরহুমের ছেলে ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন, শিক্ষক ও শিশু সাহিত্যিক এস এস সাইফুদ্দিন সাকিব, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, মাওলানা মোজাম্মেল হোসেন, শায়ের রবিউল হোসেন রাকিব, এস এম কায়সার হামিদ, এস এম আশরাফ উদ্দিন, এস এম বখতিয়ার উদ্দিন।