ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী ইন্তেকাল করেছেন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর ডাঃ সুলতান আহমেদ বাড়ি নিবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলািইহি রাজেউন।আগামীকাল ১লা নভেম্বর রবিবার সকাল ১১ টায় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।মরহুম কাসেম চৌধুরী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ডাঃ সুলতান আহমদের বড় বোনের মেজ সন্তান,তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী ছিলেন।মৃত্যু কালে স্ত্রী ও তার পাঁচ কন্যা এক ছেলে সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।তাঁর দুই কন্যা একমাত্র ছেলে সন্তান চৌধুরী তানবীর কাসেম স্বনামধন্য চিকিৎসক।
ব্যক্তিগত জীবনে সৎ এবং নিষ্ঠাবান ইঞ্জিনিয়ার আবুল কাসেম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তারই খালাত ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, আমি ৬ষ্ট শ্রেনীর ছাত্র থাকাবস্থায় ১৯৭০ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ খালেদ এর নৌকা মার্কার সমর্থনে তাঁর হাত ধরে মিছিলে যায় ।