ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনসহ নানামুখী সহায়তার প্রতিশ্রুতি দেন মেয়র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চাক্তাই ভেড়ামার্কেটে বস্তিতে আগুনে পুড়ে দুই পরিবারের সাতজনসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। এতে সবাই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে। আগুন লেগে অন্তত ২০০ বাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। একই সময়ে সেখানে উপস্থিত হন বাংলাদেশ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দুইটার সময় মেয়র আগুনে পোড়া বস্তিটি পরিদর্শন করেন। এ সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপদকালীন পুনর্বাসনসহ নানামুখী সহায়তার প্রতিশ্রুতি দেন।

আ জ ম নাছির বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের খাবার, ত্রাণ, বস্ত্র বিতরণসহ আপদকালীন সহায়তা দিচ্ছেন। চসিকের পক্ষ থেকে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করার তা করা হবে। এ ছাড়া জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হবে।

বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্তদের মাঝে তিনশ’ শাড়ি ও তিনশ’ লুঙ্গি দিয়েছেন। পানিসম্পদ উপমন্ত্রী, মেয়র ও আওয়ামী লীগ উপপ্রচার সম্পাদক ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব বিতরণ করেন।

এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিটন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।