মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনে অনুপ্রবেশকারীদের এখনই রুখতে হবে: প্রফেসর আরিফ

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার উপদেষ্টা পরিষদের সভাপতি প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলিতে অনুপ্রবেশকারীদের রুখতে হবে এখনই। আওয়ামী লীগসহ সমমনা সংগঠনগুলিতে চিরুণী অভিযান তথা শুদ্ধি অভিযান প্রয়োজন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থে।

মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দীর্ঘ ২৭ বছরের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে তিনি আরো বলেন, যে সময়টিতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এক ধরণের নিষিদ্ধ ছিলো সে সময়ে একজন শহীদ জননী নির্মূল কমিটির মাধ্যমে সারাদেশে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছেন। তাঁর অবদানেই শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন হয়েছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা গেলে শহীদ জননীর আত্মা শান্তি পাবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চান্দগাঁও চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গত ১৫ ফেব্রুয়ারি, বহদ্দারহাটস্থ বাড়ইপাড়ার সম্মুখে আহম্মদ ভিলার ৩য় তলায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এম. রেজাউল করিম চৌধুরী, চসিকের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। নির্মূল কমিটি চান্দগাঁও, চট্টগ্রামের আহ্বায়ক মো. ফয়সাল চৌধুরী সভাপতিত্বে ও জেলা নেতা নাজমুল আলম খান এবং চান্দগাঁও’র সদস্য সচিব মনিরুল ইসলাম সৌরভের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর হোসাইন, সহ-সভাপতি হুমায়ুন কবির, জেলা নেতা অলিদ চৌধুরী, এসকান্দর আলী, আবুল কালাম, সাইফুল ইসলাম, পারভেজ ইসলাম, ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস.এম শাহাবুদ্দীন শজিব, সায়েম সুমন, জেড.এ.এম রুকনুজ্জামান রোকন, জাহেদুল আলম, মো. জসিম উদ্দীন, মো. সাইফুদ্দীন শিমুল, জাহানারা বেগম, জোবায়ের আলম খান, বিজয় দাশ, মো. সেলিম, ইরফান খাঁন, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, রুবায়েদ, নঈম উদ্দীন খাঁন, মোহাম্মদ রাসেল, রাহুল দাশ, তপু দাশ, ইমাম হোসেন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনজুর হোসাইন, মো. নূরউদ্দীন, ছিদ্দিক আহমদ, আব্দুর রহমান, নাঈম উদ্দিন আকিব, মো. সায়মন, মো. আরিফ, মো. দিদার আলম, আব্দুর রহিম, কামরুল হাসান রিফাত প্রমুখ।

সম্মেলন শেষে জেড়.এ এম রুকনুজ্জামান রোকনকে সভাপতি ও মো. রাসেলকে সাধারণ সম্পাদক, মো. দিদার আলম সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। চান্দগাঁও থানা কমিটির সাবেক আহ্বায়ক মো. ফয়সাল চৌধুরীকে কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি করা হয়েছে।

সভায় নেতা নয়, আদর্শকে লক্ষ্য রেখে স্লোগান দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সবাই এখন নেতাদের নামে স্লোগান দিতে মরিয়া। আদর্শ এবং চেতনা বাদ দিয়ে নেতা তোষণে ব্যস্ত। এ লক্ষণ খুবই ভয়াবহ। শুদ্ধ রাজনীতি চর্চায় নিবেদিত হতে তরুণ প্রজন্মকে অনুরোধ জানিয়ে বক্তারা আরো বলেন, ক্ষমতার মোহে বিভোর হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের পরীক্ষিত সৈনিকদের ভুলে যাওয়া চলবে না। সময়ের প্রয়োজনে তাদের মূল্যায়ন জরুরী।