নগরীর এমপিভি গেইটস্থ নিউ মুরিং দূর্বার ক্লাবে”৭ম দিনের মতো ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি উদ্বোধন করছেন ক্লাবের কার্য্যনির্বাহি সদস্য বৃন্দ। ১০অক্টোবর শনিবার এডিডিএস’র পরিচালনায়ে দূর্বার ক্লাবে কর্মসূচিতে সভাপতি জহুর উদ্দিন জহির,সিঃসহ-সভাপতি ইব্রাহিম খলিল বাদশা,সাঃসম্পাদক-জাবেদ হোসেন,যুগ্ন সম্পাদক ও ভিটামিন ‘এ ক্যাম্পেইনের সমন্বয়কারী মোঃ সালাউদ্দিন,অর্থ সম্পাদক-ফরিদর উদ্দিন জসি, সদস্য জিয়াউর রহমান,জাহেদ চৌধুরী,এম.এ ইরান, দিদার আলম চৌধুরী(আজীবন সদস্য),আঃমান্নান ,কার্যক্রমে এডিডিএস’র যুগ্ন সম্পাদক আসাদুল ইসলাম, স্বাস্থ্যসহকারী সুরমা বেগম,সংগঠক তাহমিনা ইসলাম,জাহিস পারভিন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে লাল রঙের ক্যাপসুল ২০০শিশু,নীল রঙের ক্যাপসুল ৩০ জন শিশু কে খাওয়ানো হয় এবং প্রতিবন্ধি ১জন শিশুকে বিশেষ শিশু হিসেবে বাছাই করা হয়।
দুপুরে টিকা কেন্দ্র পরির্দশন করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক-মুঃবাবুল হোসেন বাবলা, ট্রেনার সদস্য-কনা দাশ, সংগঠক সদস্য- জুলিয়া ইয়াছমিন কনা । একই সাথে সংস্থার অস্থায়ী কার্যালয়ে নিয়মিত কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্পেইন চলছে বলে অফিসের প্রেস বার্তায় জানিয়েছেন।
আগামী ১৭অক্টোবর পর্যন্ত ভিটামিন’এ’ক্যাম্পেইন বন্দর ইপিআই জোনের আওতায় এই কার্যক্রম চলমান থাকবে।