নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন শনিবার

আগামী ১০ অক্টোবর (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর সারাদেশে বিরামহীন বেড়ে যাওয়া ধর্ষণ মহামারীর বিরুদ্ধে গণসচেতনতা তৈরী করতে চট্টগ্রামে প্রতিবাদী মানববন্ধনের উদ্যোগ নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা।
‘সমাজের বিবেক জাগ্রত হোক নারী নির্যাতন ও যৌন হয়রানীর বিরুদ্ধে এবং মুক্ত হোক নারীর চলাচল’ প্রতিপাদ্যে আগামী ১০ অক্টোবর শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি, জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী।