ইতালিতে চলমান প্রবেশ নিষেধাজ্ঞা সাংবিধানিক জটিলতার কারণে সাময়িকভাবে আরও ৭ দিন বৃদ্ধি করে ১৪ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে পুরো দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানে হয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
ইতালির সংসদের উচ্চকক্ষে মঙ্গলবার এটি ১৩৮-২ ভোটে অনুমোদন দেয়। তবে নিম্ন কক্ষে কোরাম না হওয়ায় বুধবার কেবিনেট বৈঠকে এটি চূড়ান্ত হবে।
দ্বিতীয় ধাপে প্রাণঘাতী করোনার নিয়ন্ত্রণহীন হানায় উদ্বিগ্ন ইতালির সরকার। সংসদে দীর্ঘ আলোচনায় দেশটির অর্থনীতি টিকিয়ে রাখতে দেশব্যাপী লক ডাউনে যাবে না সরকার। জরুরি প্রয়োজনে সর্বোচ্চ সংক্রমিত কয়েকটি শহরে সাময়িক দেয়া হতে পারে।
ইতালির ১৬টি দেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা চলমান রাখা কিংবা প্রত্যাহারের এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আভাস দিয়েছে, নিষেধাজ্ঞার সময়সীমা ১৪ অক্টোবরের পর আরও বৃদ্ধি করা হবে। এই তালিকায় আরও কয়েকটি দেশ নতুন করে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এদিকে বাংলাদেশ এখনো দেশটির ঘোষিত কটোনায় ঝুকিপূর্ণ ‘এফ’ তালিকায় রয়েছে এবং বিমান নিষেধাজ্ঞা বৃদ্ধি ৭ দিনের পর আবারও বাড়ানোর পক্ষেই ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।