চিকিৎসাশাস্ত্রে এ বছর নোবেল পুরস্কার পেলেন তিন গবেষক হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। হেপাটাইসিস-সি ভাইরাস আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পেলেন।
এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের নোবেল পুরস্কার। এই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে পরের সোমবার (১২ অক্টোবর)।
পৃথিবীতে প্রচলিত সব পুরস্কারের মধ্যে নোবেলকে সবচেয়ে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। গত ১০০ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শুরুতে বিজয়ীরা পেতেন দেড় লাখ ক্রৌন। পরবর্তীতে বিভিন্ন সময় তা বেড়ে ১৯৮১ সালে ১০ লাখ ক্রৌনে গিয়ে দাঁড়ায়। ২০০০ সালে পুরস্কারটির অর্থমূল্য পৌঁছায় ৯০ লাখ ক্রৌনে। এক বছর পর অর্থমূল্য গিয়ে দাঁড়ায় ১ কোটিতে।
কিন্তু ২০০৮-২০০৯ সালে অর্থনৈতিক মন্দার কারণে নোবেল ফাউন্ডেশনের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ২০১২ সালে অর্থমূল্য কমিয়ে ৮০ লাখ ক্রৌন করা হয়। ২০১৭ সালে ফের ৯০ লাখ ক্রৌন হয় এবং চলতি বছর থেকে আবার ১ কোটি ক্রৌন (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩২ লাখ টাকার বেশি) করে পেতে যাচ্ছেন নোবেলবিজয়ীরা। সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।
১৯০১ সাল থেকে বিখ্যাত মানুষদের মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেলবিজয়ীদের অর্থ দেওয়া হয় ডিনামাইট আবিষ্কারক আরফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়ে। তিনি মৃত্যুর সময় ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন, যা বর্তমানে প্রায় ১৮০ কোটি ক্রৌনের সমান।