ফোর সিম মোবাইল

অনেক আগে থেকেই একাধিক সিমধারীদের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি গুলো মোবাইলে একাধিক সিম সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে আসছিল। প্রথমমত বাজারে আসল ডুয়েল সিম ফোন এবং পরবর্তীতে সব কিছু ছাড়িয়ে বাজারে এসছে ৪ সিমের সাপোর্টেট মোবাইল ফোন। যেটিতে চারটি সংযোগ অর্থাৎ চারটি সিমকার্ড ব্যবহার করা যাবে এবং প্রত্যেকটিই ভালো পারফরমেন্স দিবে। চার সিমের মোবাইল ফোন গুলোর দাম একদম কম। মাত্র ২ হাজার টাকার নিচেই এই ৪ সিম সাপোর্টেড মোবাইল কিনতে পারবেন। মেহনতি মানুষ থেকে শুরু করে নামি দামী সবারই নাগালের মধ্যে রয়েছে ফোনগুলো।

বর্তমান বাজারে মাইসেল, উইনস্টার, স্পোর্টস, ‍এস মোবাইল ও সিনট্যাক্স সহ বেশ কিছু কোম্পানী চার সিমের ফোন নিয়ে এসেছে। এই ফোন গুলো শুধু চারটি সংযোগ দিয়েই সীমাবদ্ধ নেই, পাশাপাশি নিয়ে এসেছে TOUCH & TYPE ডুয়াল ক্যামেরা ফোন কাম ক্যামকর্ডার সহ আরো অনেক কিছু। ৪ সিম সাপোর্টেড ফোন গুলোতেও রয়েছে ইন্টারনেট, মিউজিক, এফএম রেডিও। এছাড়াও ফোনগুলো দিয়ে ফেসবুক ও হোয়াটঅ্যাপস ব্যবহার করা যাবে। সেই সাথে ৮জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা। তাছাড়াও মোবাইল ভেদে রয়েছে এক বছেরের ওয়ারেন্টি সুবিধা।

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন মোবাইল ফোন মার্কেট গুলোতেই ৪ সিম সাপোর্টেড মোবাইল ফোন পাওয়া যাচ্ছে । এগুলোর দামও খুব বেশি না। ব্র্যান্ড ভেদে দাম ১২০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত। ও হ্যাঁ আরেকটি কথা, আপনারা যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে ৪ সিমের মোবাইল ফোন কিনতে চান তারা আস্থা রাখতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিলের উপর। কারণ আজকের ডিল আপনাকে দিচ্ছে অত্যন্ত সাশ্রয়ী মুল্যে ফোন কেনা ও দুরুন্ত গতিতে ডেলিভারী সুবিধা।