চট্টগ্রাম বিএনপির নেতা লিয়াকতের মুক্তি

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমদ।

তিনি বলেন, ‘বাঁশখালীর এলাকার লিয়াকত আলী নামে একজন মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল। তিনি সবগুলোতে জামিন নিয়েছেন।’

২০১৮ সালের ৩০ অক্টোবর লালদীঘি এলাকা থেকে লিয়াকত আলীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় দুই ডজনের অধিক মামলা রয়েছে।