নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের তারিখ ১৮ মার্চ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলায় ভোট হবে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী জেলার ১৪টি উপজেলার মধ্যে ৭টির নির্বাচন ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নির্বাচনের জন্য এসব উপজেলার ভোটার, ভোটকেন্দ্র-কক্ষ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এসব তালিকা অনুমোদনের জন্য ইসিতে পাঠানো হয়েছে।
‘তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।’ যোগ করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।