নিউজডেস্ক: ফটিকছড়িতে ব্যাবসায়ী মুনসুর আলী দুলাল(৪৫) হত্যার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারককৃতরা হলেন, উত্তর রাঙ্গামাটিয়ার মো.রফিকুল আলমের পুত্র মো. পারভেজ (২৬) ও উত্তর কাঞ্চনগরের অলি আহম্মদের পুত্র মো. হেলাল উদ্দিনকে (২৬)।
সূত্রমতে, ৩ ফেব্রুয়ারি কাঞ্চন নগর চেঙ্গরপুলের উত্তর-পুর্ব পাশ থেকে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার হাছি মিয়া টিলার মৃত গুড়া মিয়ার পুত্র পুত্র ব্যাবসায়ী মুনসুর আলী দুলালের(৪৫) হাত মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে কাঞ্চননগর শিল্পপাড়া সংলগ্ন তার নিজ ডেকোরেশন দোকান থেকে ফেরার পথে এই ঘটনার শিকার হয় বলে জানান এলাকাবাসী।
সে সময় দুলালকে হত্যা করে তার মোটর সাইকেল ও ২টি মোবাইল সেটও নিয়ে যায় হত্যাকারীররা।
ঘটনার দিন এই সংক্রান্তে মৃত দুলালের শ্যালক মো. নাছির উদ্দিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ফটিকছড়ি থানার মামলা রুজু করা হয়। মামলাটি তদন্ত কালে তদন্তকারী কর্মকর্তা এসআই রিদুয়ানুল হক সিএমপি চট্টগ্রামের চাঁন্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর রাঙ্গামাটিয়ার মো. রফিকুল আলমের পুত্র মো. পারভেজ (২৬) ও উত্তর কাঞ্চনগরের অলি আহম্মদের পুত্র মো. হেলাল উদ্দিনকে (২৬) গ্রেফতার করে।
পরবর্র্তীতে মো. পারভেজ এর স্বীকারোক্তি ও সনাক্ত মতে বান্দরবন জেলার লামা থানা এলাকা হতে ঘটনার সময় নিয়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে এবং হেলাল উদ্দিনের হেফাজত হতে একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
ফটিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ বাবুল আকতার জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দুইজন সহযোগী আসামীদের সহ ঘটনার দিন ঘটনাস্থলে রাস্তার উপর অবস্থান নেয়। উক্ত স্থানে দুলাল মোটর সাইকেল যোগে আসলে তারা মোটর সাইকেল পিছন দিক হতে টেনে ধরে মোটর সাইকেল নামায় এবং গাছের ডালের লাঠি দিয়ে দুলালের কপালে আঘাত করে।
তখন দুলাল মাটিতে পড়ে গেলে তারা মোটর সাইকেল ও দুইটি মোবাইল নিয়ে নেয়।দুলালকে পার্শ্বে ফাঁকা জমিতে নিয়ে হাত-পা-মুখ বেঁধে ফেলে রাখে এবং তার শরীর তল্লাশী করে ১১ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং লাঠি দিয়ে মাথায় আরো ২টি আঘাত করে তারা মোটর সাইকেল নিয়ে চলে যায়। গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে বলেও জানা তিনি।