নিজস্ব প্রতিবেদক: বাসা থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সাইফুদ্দিন আদালতে আত্মসমর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ জানান, সাইফুদ্দিন আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে বাকলিয়ার হাফেজনগর এলাকায় এসআই খন্দকার সাইফুদ্দিনের বাসায় অভিযান চালায় র্যাব। এসময় তার বাসা ১৪ হাজার ১০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকাসহ বেশকিছু মালামাল উদ্ধার করে।
অভিযানের সময় সাইফুদ্দিন বাসায় ছিলেন না। পরে অসুস্থতার অজুহাতে থানা থেকে পালিয়ে যান খন্দকার সাইফুদ্দিন।