ফটিকছড়িতে অস্ত্র সহ ১ যুবক গ্রেফতার

ইউনুস মিয়া, ফটিকছড়িঃ উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা ইউনিয়নের পশ্চিম সিকদার খিল এলাকায় আজ ( রবিবার) ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে একটি বন্দুক, কার্তুজ,নগদ টাকা সহ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দাতঁমারা ইউনিয়নের পশ্চিম সিকদারখিল এলাকার লেংড়া আব্বাসের ছেলে মোঃ সুমন (৩৫) দীর্ঘদিন যাবৎ ভূজপুর থানা এলাকা এবং মীরশ্বরাই উপজেলার জোরারগন্জ এলাকায় ডাকাতি,মাদক কারবারের সাথে যুক্ত রয়েছে।তার বিরুদ্ধে ভূজপুর এবং জোরারগন্জ থানায় ১২ টি মাদক মামলা,১ টি অস্ত্র মামলা এবং ১ টি সরকারি কর্মচারির উপর হামলার মামলা রয়েছে। তাকে ধরার জন্য পুলিশ হন্য হয়ে খুজছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূজপুর থানার অফিসার শেখ আব্দুল্লাহ্,দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরওয়ার, এএসআই আল আমিন খানসহ সঙ্গীর ফোর্স অভিযান পরিচালনা করে সুমনকে ধরতে সক্ষম হয়।
এ ব্যাপারে ধৃত সুমনের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী সরওয়ার বাদী হয়ে ১ টি অস্ত্র মামলা এবং ১ টি মাদক মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।