কক্সবাজারে কোভিড-১৯ মোকাবিলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আজ (১১ জুলাই, ২০২০) জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সম্মানিত সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ ও সমন্বয়ক, কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম জনাব হেলালুদ্দীন আহমদ স্যারের সভাপতিত্বে কক্সবাজার জেলায় কোভিড-১৯ মোকাবিলায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহোদয়, পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, অধ্যক্ষ, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন এর প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, সদর হাসপাতাল, জেলা আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি, পৌরসভার সম্মানিত মেয়রবৃন্দ, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, এবং সভাপতি, প্রেসক্লাব। সভায় কক্সবাজারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ, সমন্বিত ত্রাণ ব্যবস্থাপনা, কক্সবাজারে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে হাইফ্লো নজল ক্যানুলার সংখ্যা বৃদ্ধিকরণ, রামু ও চকরিয়া আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি, অক্সিজেন কনসেনট্রেটর, সিপেভ-ভাইপেভ মেশিন, প্লাজমা ব্যাংক স্থাপন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম, ক্ষুদ্র পরিসরে লকডাউন বাস্তবায়ন, ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট ব্যবস্থাপনা, অনলাইন পশুর হাট বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় ও সিদ্ধান্ত গৃহীত হয়৷