চট্টগ্রামস্থ বাঁশখালীর অধিবাসী বিভিন্ন পেশাজীবীদের প্রাণের সংগঠন বাঁশখালী সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির সভা আজ ৫ জানুয়ারি সন্ধ্যায় সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুবের পরিচালনায় সভাপতিত্ব করেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।
সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতির সহ সভাপতি এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন, লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, ডা. আসিফুল হক, মিশকাত উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমূখ।
সভায় সমিতির সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা, নতুন সদস্য সংগ্রহ ও বাঁশখালীবাসীর মিলনমেলা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়।
ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাঁশখালীবাসীর কল্যাণে কাজ করতে আগ্রহীদের শিগগির সমিতির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানানো হয়।