শুভ জন্মদিন পূর্ণেন্দু দস্তিদার

বিপ্লবী, রাজনীতিবিদ ও লেখক পূর্ণেন্দু দস্তিদারের জন্ম ১৯০৯ সালের ২০ জুন চট্টগ্রামে। তার বাবার নাম চন্দ্রকুমার দস্তিদার। ১৯২৫ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তিনি এন্ট্রান্স এবং ১৯২৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেও সূর্যসেনের সহযোগী হিসেবে কলকাতায় গ্রেপ্তার হন এবং ইঞ্জিনিয়ারিং পড়া ত্যাগ করেন। ১৯৩৪ সালে জেলে বন্দি থাকা অবস্থায় তিনি ডিস্টিংশনসহ বিএ পাস করেন। ১৯৪০ সালে জেল থেকে মুক্তিলাভের পর তিনি চট্টগ্রাম আদালতে আইন ব্যবসা শুরু করেন। ১৯৪৮ সালে পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার পর তিনি গ্রেপ্তার হন। ১৯৫৪ সালের নির্বাচনে জেলে আটক থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম জেলার হিন্দুদের জন্য সংরক্ষিত আসন থেকে কংগ্রেস প্রার্থী বিনোদ বিহারী দত্তকে পরাজিত করে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হন। ১৯৫৫ সালে মুক্তিলাভের পর তিনি পূর্ববঙ্গ আইন সভায় চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মারকস্তম্ভ নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন এবং ১৯৫৬ সালে তা ব্যবস্থাপক সভায় গৃহীত হয়। ১৯৫৭ সালে তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারির পর তিনি আবারও গ্রেপ্তার হন এবং ১৯৬২ সালে মুক্তি লাভ করেন। এ বছরই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির চট্টগ্রাম শহর কমিটির সভাপতি হন। ১৯৬৫ সালে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে চট্টগ্রাম-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। সাহিত্যিক ও অনুবাদক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। ১৯৭১ সালের ৯ মে তার মৃত্যু হয়।