‘মানুষের কল্যাণে কাজ করার জন্য নৌকা প্রতীকে ভোট চাই’

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসন থেকে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানের সাধারন মানুষের কল্যানে কাজ করার জন্য আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য রাউজানের সাধারন মানুষের প্রতি আহবান জানান । মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী ২৬ ডিসেম্বর বুধবার রাউজানের ৭নং রাউজান ইউনিয়নে গনসংযোগ কালে কয়েকটি পথসভায় তার বক্তব্যে একথা বলেন । মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী আরো বলেন আমি ৯৬ সালে রাজনীতিতে এসে রাউজান উপজেলা একটি বিধস্থ উপজেলা হিসাবে দেখতে পায় । সেই সময়ে রাউজানে ছিল সন্ত্রাসীদের রাজত্ব । সন্ত্রাসীদের কাছে এলাকার সাধারন মানুষ ছিল জিম্মি । রাউজানে হত্যা, অপহরন, চাদাঁবাজী, চুরি ডকিাতি ছিল নিত্যদিনের ঘটনা ।

রাউজানের সাধারন মানুষের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিধস্থ উপজেলা রাউজানকে উন্নয়ন কাজ করার মাধ্যমে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলেছি । রাউজানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে এলাকার সাধারন মানুষের শান্তিতে বসবাস করার উপযোগী করে তোলেছি । রাউজানের সাধারন মানুষ আগামী ৩০ ডিসেম্বর রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আমার উন্নয়ন কাজের প্রতি একাত্বতা ঘোষনা করবেন । রাউজানে অতিতে যারা সন্ত্রাসী কর্মকান্ড করেছে ও রাউজানে কোন উন্নয়ন কাজ করেনি তাদেরকে রাউজান থেকে বিতারিত করবেন ।

গনসংযোগকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শুকলাল দাশ, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহা আলম চৌধুরী, কার্যনিবাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, যুগ্ন সম্পাদক আহসান হাবিব চৌধুরী, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন কোম্পানী, এডভোকেট অপুর্ব ভট্টচায্য, শিক্ষক মোবারক আলী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা আজিজ উদ্দিন ইমু, শওকত হোসেন, মেম্বার জহির উদ্দিন, প্রবাস কল্যান বড়–য়া, ইসাহাক ইসলাম, নাসির উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিফ প্রমুখ । যুবলীগ নেতা এনামুল হক, লিটন,গনসংযোগ কালে রাউজানের পশ্চিম রাউজান হরিশখান পাড়া, রশিদর পাড়া, কেউটিয়া, পুর্ব রাউজান, নাতোয়ান বাগিচা, খলিলাবাদ, পশ্চিম রাউজান বড়–য়া পাড়া, পশ্চিম রাউজান মাঝি পাড়া, মোহাম্মদপুর, রমজান আলী হাট এলাকায় পথসভায় মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী এলাকার সাধারন মানুষের উদ্যোশে বক্তব্য রাখেন । পথসভাগুলোতে এলাকার নারী পুরুষের উপস্থিতেতে জনসভায় রুপ ধারণ করেন ।