কাপ্তাই প্রতিনিধি:
বরাবরের মতো এবছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা( জেএসসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ( পিএসসিতে) পার্বত্যঞ্চলে সেরা হবার গৌরব অর্জন করেছে কাপ্তাই নৌ বাহিনী স্কুল। এবছর জেএসসিতে মোট ৯২ জন অংশ নিয়ে এ স্কুল হতে শতভাগ পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। তেমনি পিএসসিতে ৫৩ জন অংশ নিয়ে সকলেই পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। নৌ বাহিনী কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষায় নয়, সংস্কৃতি ক্রীড়া, শৃংখলা প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি অনন্য দৃষ্টান্ত রেখে চলছে এবং এতদঞ্চলে আলোর বিস্তার ঘটিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম বলেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষার গুনগতমান আরো ভাল ফলাফল করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ই, কমান্ডার জি কিউ খান জানান, ভবিষ্যতে এ প্রতিষ্ঠান হতে পর্যায়ক্রমে সকল জাতীয় পরীক্ষায় শতভাগ পাশ ও শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রশিক্ষিত ও ত্যাগী শিক্ষকমন্ডলীর মাধ্যমে যথাযথ পরিকল্পনা মাফিক সার্বিক শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এদিকে, কাপ্তাই নৌ বাহিনী স্কুলের এই ফলাফলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ অভিনন্দন জানিয়েছেন।
বাড়ি আমাদের চট্টগ্রাম শহর থেকে দূরে এবারও জেএসসি-পিএসসিতে পার্বত্যাঞ্চলে কাপ্তাই নৌবাহিনী স্কুল সেরা