মারা গেলেন সৌদি আরবের সংস্কারপন্থী প্রিন্স তালাল বিন আব্দুলাজিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার সৌদি আরবের রাজ পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন সৌদি আরবের আল সাউদ পরিবারের সিনিয়র এই সদস্য। সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আব্দুলাজিজের ভাই তিনি।
তার ছেলে সৌদি ধনকুবের আল ওয়ালিদ বিন তালাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
১৯৬০ এর দশকে নির্বাসনে ছিলেন প্রিন্স তালাল। সেসময় সৌদি শাসনব্যবস্থাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরের আহ্বান জানিয়ে দেশ ছেড়েছিলেন। পরবর্তীতে ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুলআজিজ আল সাউদ বাদশা হওয়ার পর আবার ফিরে আসেন।
সৌদি নারীদের গাড়িচালানোর অনুমতির পক্ষে অবস্থান ছিল প্রিন্স তালালের। রবিবার তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।