সার্বিয়ার দক্ষিণাঞ্চলে স্কুল শিক্ষার্থীদের বহনকারী বাসকে একটি ট্রেন ধাক্কা দিলে সেটি দ্বিখণ্ডিত হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, শুক্রবার নিস শহরের ওই দুর্ঘটনায় আহত ডজনখানেক ব্যক্তির মধ্যে দুজন কিশোর মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনাস্থলেই এক শিশু ও দুজন পূর্ণবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়। আর অপর দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
ছবিতে দেখা গেছে, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। ওই ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার সময়ে পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে যাত্রী নিয়ে নিস শহরের কেন্দ্রে যাচ্ছিল বাসটি।
সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জ্লাতির লোনকার বলেছেন, আহত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক যাদের মধ্যে আটজনই কিশোর-কিশোরী। তিনি বলেন, ১৬ বছর বয়সী একটি ছেলে ও একটি মেয়ে আঘাত প্রাণঘাতী।
স্টেভান জোচিচ নামের একজন প্রত্যক্ষদর্শী সার্বিয়ার দৈনিক কুরিরকে বলেছেন, তিনি ‘প্রচণ্ড একটি শব্দ শুনতে পান’ এবং তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে ‘এটা খারাপ কিছু ছিল।’
তিনি বলেন, মাঝ বরাবর ভাগ হয়ে যাওয়া বাসটির ভেতর যাত্রী, হাইস্কুলের শিক্ষার্থী ছিল। এটা ভয়াবহ ছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারণা বাস চালকের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।