সভাপতি- ইসলাম রফিক, সাধারণ সম্পাদক- কামরুন নাহার কুহেলী
আজ শুক্রবার (২১ডিসেম্বর) বিকালে বগুড়ার পৌরপার্কে বগুড়া লেখক চক্রের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সভায় কবি সম্মেলন ও সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। বিগত সময়ের কার্যক্রমের মূল্যায়ন শেষে সভাপতি মহোদয় পুরাতন কমিটি ভেঙে দেন। এরপর সদস্যদের মতামতের উপর ভিত্তি করে সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকারকে আহবায়ক, কবি শিবলী মোকতাদির এবং সাংবাদিক জিএম সজলকে সদস্য করে ৩(তিন) সদস্য বিশিষ্ট নিবার্চন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে পরবর্তী কার্যক্রম শুরু হয়।
বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবি শিবলী মোকতাদির ও সাংবাদিক জিএম সজল। অতঃপর বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০২০ অর্থাৎ আগামী ২(দুই) বছরের জন্য কমিটি গঠনের লক্ষে সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবি ইসলাম রফিক ও কবি কামরুন নাহার কুহেলী।
নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, গণ-সংযোগ সম্পাদক আবু বকর সিদ্দিক, আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান, অর্থ সম্পাদক আল আমিন মোহাম্মদ এবং নির্বাহী সদস্যরা ৪ জন হলেন আমির খসরু সেলিম, সারমিন সীমা, আফসানা জাকিয়া এবং আব্দুল মতিন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান ।