২৪ তারিখের মধ্যে বৈধ অস্ত্র জমা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: ২৪ তারিখের মধ্যে বৈধ অস্ত্র জমা দিতে হবে। এ্ররই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন থানায় বৈধ অস্ত্র জমা দেয়ার হিড়িক পড়েছে। হঠাৎ করে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশনা দেয়ার পর থেকে প্রকৃত বৈধ অস্ত্রের মালিকরা থানায় জমা দিচ্ছেন।

চট্টগ্রামের বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা গেছে রিপোর্টি লেখা পর্যন্ত বেশ কিছু অস্ত্র জমা পড়েছে। এ প্রসঙ্গে হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই বাশার জানান, এ পর্যন্ত ব্যাপক হারে অস্ত্র জমা পড়েছে। আগামীকালও অনেকের অস্ত্র জমা দেবেন বলে তিনি মনে করছেন। এ প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম জানান বৈধ অস্ত্রধারীদের সংশ্লিষ্ঠ থানায় আগামী ২৪ তারিখের মধ্যে অস্ত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে যে থানা এলাকা অস্ত্রটি ইস্যু হয়েছে সেখানেই তা জমা করতে হবে।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার ক্ষেত্রে এই নির্দেশনার বাইরে থাকবে। সব অস্ত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়।

নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।