টেকনাফ সৈকতে কন্যাশিশুর অজ্ঞাত লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া নৌঘাট সংলগ্ন সমুদ্র সৈকত থেকে একটি কন্যাশিশুর অজ্ঞাত লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক ৮ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফ সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী সমুদ্র সৈকতে লাশটি ভাসতে দেখতে পান। বিষয়টি টেকনাফ মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।