বান্দরবানের থানচিতে বিএনপির প্রচারণা শুরু

পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভোটের প্রথম প্রচারণা শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টা প্রচারণার অংশ হিসেবে থানচি পর্যটন তথ্য সেবা কেন্দ্রের মাঠে স্থানীয় বিএনপি’ পথ জনসভার আয়োজন করা হয়।

পথসভা উপলক্ষে সকাল থেকে উপজেলা চারটি দুর্গম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল দুর দুরান্ত থেকে পাহাড়ি বিভিন্ন সম্রদায়ের শত শত মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরী বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, রাজ পুত্র সাশৈপ্রু চৌধুরী, আবদুল মাবুদ, এ্যাডভোকেট মাধবি মারমা, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মং শৈ ম্রয় মারমাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য বক্তব্য রাখেন।

প্রধান অতিথি সংসদ সদস্য প্রার্থী রাজ পুত্র সাচিংপ্রু জেরী বলেন,জেলার থানচি উপজেলা অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে তা বিকাশের জন্য সাংগু নদীর পথে ইঞ্জিন চালিত বোট,গাইডসহ সকলে শ্রমিকদের বিকাশে কাজ করবো,কাজু বাদাম,রাংগোয়েও আম চাষীদের কৃষক কাড,ফ্যামিলি কার্ডে আওতায় এনে নায্য মূল্য পাওয়া ব্যবস্থা,পাহাড়ে সকল সম্প্রদায়ের উন্নয়নের এক যোগে কাজ করে যাবো শুধু মাত্র ১২ ফেব্রুয়ারী একদিন কস্ট করুন নির্বাচিত হলে পাঁচ বছর সেবা দিয়ে যাবে বিএনপি পরিবার।

সমাবেশে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বিগত নির্বাচন গুলোতে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগ করার। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে নির্ভয়ে ভোট দেয়ার আহবান জানান।