প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতার সম্প্রতি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘ইনফ্লুয়েন্স অব মাইন্ডফুলনেস অ্যান্ড হিউম্যান-নেচার কানেক্টেডনেস অন দ্য গ্রিন পারচেজ ইনটেনশন অব ব্যাংক কাস্টমারস ইন বাংলাদেশ’। প্রফেসর ড. হুয়াম হন ট্যাট-এর তত্ত্বাবধানে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

বাংলাদেশী ক্রেতাদের সবুজ ব্যাংকিং পণ্য ব্যবহারের আগ্রহ সংক্রান্ত তাঁর এই গবেষণা মূলত জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্ট ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করতে ও ব্যাংকিং খাতের সবুজ পণ্য বিপণনে করণীয় সম্পর্কে উল্লেখযোগ্য দিক নির্দেশনা প্রদান করে।

১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার।