মিরসরাই প্রতিনিধি: জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা ইসমাঈল হোসেন (৩৬)। প্রবাসের আয় দিয়ে ভালোই চলছিল তার সংসার। হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কফিন হয়ে দেশে ফিরেছেন ইসমাঈলের নিথর দেহ। ইসমাঈল মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রাম এলাকার দরবেশ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা মরহুম মাওলানা অলী আহমদের ছেলে ও মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।

সাংবাদিক ইউসুফ জানান, আমার ভাই মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কাতারে রয়েছেন। গত শুক্রবার রাতে কাতারে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তী তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুইদিন তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মিরসরাই সমিতি কাতার নেতৃবৃন্দের সহযোগিতায় আজ ভাইয়ার মরদেহ বাড়িতে এসে পৌছায়। বাদ জোহর জানাযা শেষে দাফন করা হবে। উনার তিন সন্তান রয়েছে।
মিরসরাই সমিতির কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি জানান, সমিতির উদ্যোগে বুধবার মরহুমের প্রথম জানাযা কাতারের মিসামিরে জাতীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রাত ২টায় ইসমাঈল ভাইয়ের কফিন বিমানে তুলে দেওয়া হয়েছে। আশা করছি বৃহস্পতিবার দুপুরের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন পৌছাবে।












